• শিল্প-সাহিত্য

    কবিতা: রক্তিম আলো

      প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৩ , ১:০১:১০ প্রিন্ট সংস্করণ

    কবি: মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম মারুফ

    কন্ঠ আমার বাঁধায় রেখে,
    শিকল বন্দি পা’য় –
    রোজ শ্বাসনে ক্ষুব্ধ হয়ে,
    স্বাধীন হতে চাই।




    অগ্নি জ্বলে বুকের মাঝে,
    অশ্রু মুঁছি মায়ের গালের –
    মারবো নাহয় মরবো বলে,
    ভয় করিনা প্রানের।

    বুক ফুলিয়ে অস্ত্র কাঁধে,
    ফুরফুরিয়ে গুলি বর্ষে –
    জিতিয়ে বাঙাল দামাল ছেলে,
    পাকের চোখে শর্ষে।




    সে বেলাতে হার মেনেছে,
    হাত জুড়েছে মোদের কাছে –
    ন’মাস রক্ত বন্যা শেষে,
    বাঙাল এবার একলা হাসে।

    আরও খবর 32

    Sponsered content