• উত্তর চট্টগ্রাম

    স্বতন্ত্র প্রার্থী হবেন না সীতাকুণ্ডের এমপি দিদার

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৩ , ১২:০৩:১৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম।

    শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।




    বৃহস্পতিবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।
    দিদারুল আলম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুইবার মনোনয়ন দিয়েছেন।




    এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ। এবার প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়েছেন তার পক্ষে আমি কাজ করবো। আমাদের দলের প্রার্থী জয়লাভ করলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে।
    এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content