• দক্ষিণ চট্টগ্রাম

    সাংবাদিক লাঞ্ছনাকারী মোস্তাফিজুর চৌধুরীর মনোনয়ন বাতিল দাবি

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৩ , ১২:০৬:৫১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: সাংবাদিকদের লাঞ্ছনাকারী মোস্তাফিজুর রহমান চৌধুরীকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।




    শুক্রবার (১ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে উভয় সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান।

    বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, নির্বাচনের আগেই আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে প্রশ্ন করায় যিনি সাংবাদিকদের গায়ে হাত তোলার মতো ঔদ্ধত্য দেখাতে পারেন কেউই তার কাছে নিরাপদ নয়।




    সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিতর্কিত এই ব্যক্তি আগেও বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড ছাড়াও সাংবাদিকদের হুমকি, মিথ্যা মামলায় জড়ানোসহ সাংবাদিক বিদ্বেষী নানা ঘটনা ঘটিয়েছেন।একজন রাজনীতিবিদের কাছ থেকে আমরা তা কখনো প্রত্যাশা করি না।




    নেতৃবৃন্দ তার মনোনয়ন বাতিলের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তার বিরূদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content