প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ১১:১৬:২১ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: দ্বাদশ সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১টায় নির্বাচনী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মল হক চৌধুরীর নিকট চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
খাদিজাতুল আনোয়ার সনি মনোনয়ন জমা দেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোঃ গোলাফুর রহমান গোলাপ,সহ-সভাপতি ও সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ,সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরী, আওয়ামীলীগ নেতা ফখরুল আনোয়ার, সাদাত আনোয়ার সাদী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস ও আওয়ামীলীগ নেতা আকতার পারভেজ মাহমুদ, ফটিকছড়ি পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ,কে, জাহেদ চৌধুরী, পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ নুর হোসেন সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন,সাংগঠনিক সম্পাদক গোলাফুর রহমান, হাবিবুল্লাহ কামাল মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রুপুসহ অংহ সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন গ্রহণ করার সময় সহকারী কমিশনার (ভূমি)এ,টি,এম, কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরা।