• উত্তর চট্টগ্রাম

    কাজীরহাট এমদাদুল ইসলাম মাদ্রাসার সভা ও মাওলানা জালাল আহমদের জীবনী বইয়ের মোড়ক উম্মোচন

      প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৩ , ২:৩৭:১২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার আল জামেয়া ইসলামিয়া (কাজীরহাট এমদাদুুল ইসলাম) বার্ষিকী সভা ও সাবেক মুহতামিম মরহুম জালাল আহমদ (রহঃ) জীবন,কর্ম,অবদান শীর্ষক বইয়ের মোড়ক ও হেফজ সমাপ্ত ছাত্রদের পাগড়ি প্রদান মাদ্রাসার মোহতামিম মাওলানা জোনাইদ বীন জালের সভাপতিত্বে সকাল ১০টা থেকে সারাদিন ব্যাপী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।




    এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া ইসলামিয়া আজিজুল উলুুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিববুল্লাহ বাবুনগরী, মাওলানা আজিজুল হক মাদানি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ফতেহ পুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, আজিজুল উলুুম বাবুনগর মাদ্রাসার শায়খুল হাদিস ও প্রধান মুফতি মাহমুদ হাসান ভুজপুরী,নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ছালাহ উদ্দিন নানুপুরী মাওলানা এরশাদ বীন জালাল।




    মাওলানা আহমদুল হক ও মাওলানা তারেকুল ইসলামের যৌথ সঞ্চালনায় উপস্হিত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মোস্তাফা নূরী,হাটহাজারী চারিয়া মাদ্রাসার পরিচালক শেখ আহমদ,মাওলানা দিদারুল আলম,মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা শামসুল আলম প্রমুখ।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content