• খেলাধুলা

    ব্রাজিলিয়ান ফুটবলারদের ‘বানর’ বলায় মামলা করবে ফেডারেশন

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৯:৩১:১৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক: নানা সময়ে বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিলের ফুটবলাররা। সর্বশেষ আর্জন্টিনার বিপক্ষে ম্যাচে হারের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রিগোকে নিয়ে ব্যাপক ট্রল হয়েছে। যার অধিকাংশই বর্ণবাদ ঘিরে। এবার বর্ণবাদী আচরণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

    গত ২২ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর থেকেই সিবিএফের ইনস্টাগ্রাম পেজে কৃষ্ণাঙ্গ ফুটবলারদের ‘বানর’ বলে ট্রল করছেন অনেকেই। বর্ণবাদীদের এমন আচরণ থেকে রেহাই পাননি এদনালদো রদ্রিগেজও। সিবিএফ প্রেসিডেন্টকে ‘ইন্ডিয়ান’ বলে আক্রমণ করা হয়েছে।




    এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে এক বিবৃতিতে সিবিএফ লিখেছে, ‘এ ধরনের আক্রমণ যখনই ঘটবে, প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে লড়াই।’

    এর আগে রদ্রিগো তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বর্ণবাদীরা সব সময়ই সক্রিয়। আমার সামাজিক যোগাযোগমাধ্যম অপমান আর বাজে জিনিসে ভরে গেছে। আমরা যদি তাদের চাওয়ার মতো কাজ না করি, তাদের ভাবনা অনুযায়ী আমরা যদি আচরণ না করি, আমরা যে জার্সিটি পরি, সেটা যদি তাদের বিরক্তির কারণ হয়, আমরা যদি মাথা নিচু না করি, তাহলেই আমাদের আক্রমণ করা হয়।’

    ‘তারা যেটাকে নিজেদের জায়গা মনে করে, সেখানে আমরা থাকলে বর্ণবাদীরা তাদের সমস্ত অপরাধমূলক আচরণ নিয়ে আক্রমণ করে। কিন্তু তাদের দুর্ভাগ্য যে আমরা থামব না।’




    রদ্রিগোর এমন পোস্টের পর নেইমার লিখেছেন, ‘তোমার জ্বলে ওঠা তাদের বিরক্ত করে। কখনোই থেমো না।’

    0Shares

    আরও খবর 16

    Sponsered content