• দক্ষিণ চট্টগ্রাম

    সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৯:৩০:৪৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: সাতকানিয়া উপজেলায় ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (৩৪) প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। এ ঘটনায় শাহাদাত হোসেনের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) আহত হয়েছেন।




    মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজীর পাড়া এলাকার মো. ইউনুসের ছেলে।

    এদিকে আহত আনোয়ার হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।




    স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা শাহাদাত হোসেনের ওপরে হামলা চালায়। মাদক ব্যবসায়ীরা নানা সময় এলাকায় মাদক সেবন করে রাতবিরাতে ঘুরতেন।

    সোমবার (২০ নভেম্বর) আবু তালেব নামে এক ব্যক্তির ওপরও হামলা করেছিল অভিযুক্তরা। মঙ্গলবার রাতে ভুক্তভোগীদের ওপর হামলা করে।




    সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী জানান, সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। প্রতিবেশী তারেক ও এলাহীর সঙ্গে আগে থেকে ভুক্তভোগীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে পুনরায় সংঘর্ষ হলে শাহাদাত খুন হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content