• উত্তর চট্টগ্রাম

    অভিনব কায়দায় চুুরি করতে গিয়ে ধরা পরল মা ছেলে

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৩ , ১১:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজারে চুুরি করতে এসে ব্যবসায়ীদের হাতে ধরা পড়ল এক মহিলা। ১৬নভেম্বর বুধবার দুপুর ১২সময় নাজিরহাট পুরাতন ব্রীজের। নিকট কাজী ক্লথ স্টোর থেকে মোবাইল চুুরি করে পালানোর সময় সুৃমি আকতার নামে এক মহিলা ও তার। ছেলেকে হাতেনাত ধরে পেলেছে। সি সি ক্যামেরা ফুটেছে চুরির দৃশ্য ধারণ থেকে ধরা পরলে চুরির কথা স্বীকার করে।




    তিন মাস আগে নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে হক লাইব্রেরী থেকে ৭০হাজার টাকা চুুরি করেছে বলে ও স্বীকার করে। ধরাপরার পর মহিলাটি নাম কখনো খাদিজা আবার কখনো সুমি বলে। তাদের সাথে আরো ৩জন রয়েছে বলে জানাই। সোহেল, রোজি অন্য জনের নাম জানা যায়নি, তাদের বাড়ি কুমিল্লা। পরে রাতে মা ছেলেকে ফটিকছড়ি থানার পুলিশের নিকট হস্তান্তর করেছে ব্যবসায়ীরা।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content