• মহানগর

    বঙ্গবন্ধু টানেল এক সপ্তাহে টোল কোটি টাকা

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৩ , ১০:০৮:২৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বঙ্গবন্ধু টানেলে গত এক সপ্তাহে গাড়ি চলাচল বাবদ টোল আদায় হয়েছে এক কোটি ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। এছাড়া ছোট বড় সব মিলিয়ে গাড়ি চলাচল করেছে প্রায় ৫৪ হাজার।




    রোববার (৫ নভেম্বর) এমন তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেরদিন থেকে টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

    এখন পর্যন্ত গত এক সপ্তাহে এক কোটি ২০ লাখ টাকার মতো টোল আদায় হয়েছে। হরতাল অবরোধে কিছু প্র়ভাব পড়লেও শুক্রবার বন্ধের দিনে যান চলাচল বেড়ে যায়। এতে সাময়িক সময়ের জন্য টানেলে যানজটও তৈরি হয়।




    বেলায়েত হোসেন আরও বলেন, গত শুক্রবার (৩ নভেম্বর) সবচেয়ে বেশি ১৪ হাজার ৭৯৮টি গাড়ি পার হয়েছে টানেল দিয়ে। এতে প্রায় সাড়ে ৩৩ লাখ টাকার টোল আদায় হয়। পরের দিন শনিবারও প্রায় সাত হাজারেরও অধিক গাড়ি পার হয়। এতে টোল আসে সাড়ে ১৫ লাখ টাকার মতো।

    গত ২৮ অক্টোবর পতেঙ্গা প্রান্তে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে দেশের প্রথম টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নিজ হাতে টোল দিয়ে টানেল পার হন তিনি।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content