প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ৮:৫১:৩৬ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিযে ১০০০মিটার জাল জব্দ করেছে ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও সহকারী মৎস্য কর্মকর্তা বুল বুল আহমদ ২জন আনসার বাহিনীর সদস্য উপস্হিত ছিলেন।
২নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় উপজেলা সুয়াবিল ইউনিয়নের ব্রাক্ষমনহাট,বারমাসিয়া, ও সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া অংশে হালদা নদীর মোহনায় এই অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও সহকারী মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ চট্টবাণীর ফটিকছড়ি প্রতিনিধিকে জানান।
তারা বলেন, আজ সকালে মোহনায় পাতানো সুতার ডুবু জাল কারেন্ট জাল জব্দ করা হয়। হালদা মা মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় নদীতে অভিযান অব্যাহত থাকবে।