• উত্তর চট্টগ্রাম

    গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের উদ্যোগে পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম অনুষ্ঠিত

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ১০:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: গাউছে ছামদানী, কুতুবে রাব্বানী, পীরানে পীর দস্তগীর, গাউসুল আজম শাহসূফি হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (কঃ) কেবলা কাবার পবিত্র ওরশ-এ পাক উপলক্ষ্যে গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফ এর ব্যবস্থাপনায় ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ ও সেমা মাহফিল সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।




    কোরআন তেলাওয়াত, নাতে রাসুল ( দঃ), মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।




    আলোচনা করেন মাওলানা কাজী হাবিবুল হোসাইন, মাওলানা মোহাম্মদ শায়েস্তা খাঁন আযাহারী, মুনাজাত পরিচালনা করেন সৈয়দ আবু আহমদ। সেমা মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ জাবের সরওয়ার।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content