• দক্ষিণ চট্টগ্রাম

    চন্দনাইশে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, হরতাল, নৈরাজ্যর বিরুদ্ধে শান্তি সমাবেশ

      প্রতিনিধি ২ নভেম্বর ২০২৩ , ১০:৩০:০০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইটে এ দেশে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, হরতাল, নৈরাজ্যর বিরুদ্ধে শান্তি সমাবেশ হয়।




    সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর । প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও পটিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহের ইসলাম চৌধুরী।

    প্রধান অতিথি বলেন, দেশে যে ভাবে বিএনপি জামাত সন্ত্রাশ নৈরাজ্য শুরু করেছে দেশের এতে অর্থনৈতিক ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাশ নৈরাজ্যর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যতে দেশের চরম ক্ষতি হবে।

    সাধারণ সম্পাদক আবু আহমদের সঞ্চালনায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।




    দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন মনছুর, সাংগঠনিক সম্পাদক মোসতাক আহমদ আঙ্গুর , ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক, বরকল ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম, পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক কাইছার উদ্দীন, সমীরণ দাশ, বরমা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, ধোপাছড়ির ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলীম, হাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম, পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক কমিশনার লোকমান হাকিম, হাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকের হোসেন চৌধুরী, মিজানুর রহমান, আলমগীর ইসলাম, সাইফুল ইসলাম, জসিম উদ্দীন, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ হোসেন মোহাম্মদ, মোহাম্মদ নেছার প্রমুখ।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content