প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ১০:৫৩:৫৬ প্রিন্ট সংস্করণ
অরুন নাথ: কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২৮ অক্টোবর উদ্বোধনের পর ২৯ তারিখ সর্বসাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
আনোয়ারা চাতরী চৌমুহনী থেকে বাস,হাইস,নোহা, কার গাড়ি লোকাল ভাড়ায় নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পরিদর্শনে।
৩০ অক্টোবর সকাল থেকে স্থানীয় গাড়ি চালকেরা এভাবে নিয়ে যাচ্ছেন দশর্নার্থীদের। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী লোকজন ও শিক্ষার্থীরা দল বেঁধে টানেল ও পতেঙ্গা বীচ ভ্রমন করছে।
টানেলের আনোয়ারা প্রান্তে চাতরী চৌমুহনী মোড় হইতে কয়েকটি বাস ও নোহা গাড়ি দাঁড়িয়ে টানেল পরিদর্শনের জন্য যাত্রীদের ডাকছে। জনপ্রতি বাসভাড়া ৫০ টাকা, নোহা ১০০ টাকা করে নিতে দেখা যায়।স্থানীয় বয়বৃদ্ধ আকলিমা কে টানেল নিয়ে আসেন ছেলে সুমন সাথে পরিদর্শন আসেন নাতি-নাতনী ও বউসহ।
কলেজ শিক্ষার্থী রবির কাছে জানতে চাইলে তিনি বলেন, টানেলে ভ্রমন খুবই আনন্দ লাগছে । বঙ্গবন্ধু টানেল ঘিরে ভ্রমন পিপাসুদের বাড়তি আনন্দ যোগাবে। এদিকে গাড়ি চালকদের ও বাড়তি আয়ে চাকেরা খুশি।এভাবে স্থানীয়রা মনে করেন অনেক ব্যবসা প্রসারিত হবে টানেল ঘিরে।