• উত্তর চট্টগ্রাম

    ভুজপুরে অসুস্থ অজগরকে সুস্থ করে জঙ্গলে ছাড়লো স্বেচ্ছাসেবীরা

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ৮:৩৭:৪০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ভুজপুর প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নে হাজারখিল এলাকায় অজগর দেখে উদ্ধার করার জন্য ৯৯৯ থেকে কল পেয়ে SNAKE RESCUE TEAM BANGLADESH – (SRTBD) – (SRTBD) এর প্রতিষ্ঠাতা Siddiqur Rhaman Rabbi সাপটিকে প্রায় অজ্ঞান অবস্থায় রেস্কিউ করেন আকবর শাহ্ মাজার গেইট থেকে, (২৭ অক্টোবর) শুক্রবার রাত ১২ টায়।




    উদ্ধারের সময় সাপটি মাথায় আঘাতপ্রাপ্ত ছিল। সম্ভবত কেউ একজন লোহার রড জাতীয় কিছু দিয়ে সাপটিকে আঘাত করে ফলস্বরূপ প্রচুর ব্লিডিং হয়। ২১ তারিখ থেকে ২৭ তারিখ টানা ৭দিন SRTBD এর ট্রিটমেন্টের পরে সাপটি সুস্থ হয়।

    সুস্থ হওয়ার পর ২৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে সাপটি অবমুক্ত করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বন-বিভাগ হাজারিখীল রেঞ্জের বিট কর্মকর্তাগণ, বন্যপ্রাণীর পেট্রোলিং কমিটি এবং মানিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী।




    এছাড়াও উপস্থিত ছিলেন SRTBD এর প্রতিষ্ঠাতা রাব্বি এবং টিম মেম্বার আসিফ, হিমন, নাজমুল এবং ফারুক।

    সাপটির নাম ময়াল অজগর। এটি লম্বায় প্রায় ১৮ফিট,ওজন ৩৫কেজি ।

    SRTBD এর স্বেচ্ছাসেবীদের ঝুকিপূর্ণ থাকা সত্ত্বেও বন্যপ্রাণী বাঁচানোর এমন উদ্বেগ কে স্বাগত জানান সবাই।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content