প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৩ , ১০:৩৬:৫১ প্রিন্ট সংস্করণ
অরুন নাথ: আনোয়ারা উপজেলা সংন্নিকট সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ দে,সাগর দে সহ তিন পরিবারের আসবাবপত্র গৃহস্হালির জিনিস , পড়ুয়াদের বই খাতা ও জায়গা জমির মূল্যবান কাগজ আগুনে পুরে ভষ্মিভূত হয়।
প্রদীপ দে জানান, তাদের পরনের কাপড় পযর্ন্ত নেই,আগুনে তাদের সর্বস্ব জ্বলে ছাই হয়ে যায়। এদিকে ঘরে রক্ষিত আলমিরা, ট্রাঙ্ক,ফ্রিজ জ্বলে চড়ায় ছিটানো অবস্থায় দেখা গেছে। ২৫ অক্টোবর বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে আগুনের সূত্রপাত হয়।
সাগর দে জানান, ঘরে রক্ষিত এনজিও থেকে ঋণ নেওয়া ১’৪০’০০০/- ( এক লক্ষ চল্লিশ হাজার) টাকা পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকার মতো হবে।
আরো জানান, বাড়ির বাহিরে ছিল সবাই ষাটউর্ধ্ব বয়স্ক মহিলা ছিল। রাত সাড়ে দশটার দিকে বাড়ির কাছে এসে দেখতে পায় আগুনের লেলিহান শিখা। এর আগে স্থানীয় লোকজন জড়ো হয়ে আগুন নেবার চেষ্টা করেন।
ফায়ার সার্ভিস একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করার সর্বার্থক চেষ্টা করেন প্রায় পয়তাল্লিশ মিনিট পানি ছিটানোর পর নিয়ন্ত্রণ করেন। আশেপাশে ঘর-বাড়িতে যাতে আগুন যেতে না পারে দমকল বাহিনী সেদিকে জোরদেন।
আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ৭ নং সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব পরিদর্শনে আসেন এবং ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে ব্যক্তিগত ভাবে নগদ কিছু টাকা প্রদান করেন। পরবর্তীতে আরো সহযোগিতা করার আশ্বাস দেন।
২৬ অক্টোবর সকাল বেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন ও আনোয়ারা সদরের ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব সহ পরিদর্শন করেন। তৎক্ষনাৎ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার কে নগদ পাঁচ হাজার টাকা ও দশ কেজি করে চাল প্রদান করেন।
স্কুল কলেজ পড়ুয়াদের বই খাতা ব্যবস্হা করবে জানান ক্ষতিগ্রস্তদের আরো সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠক কাজল বোস, বাচ্ছু দে, মিন্টু দে সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।