• দক্ষিণ চট্টগ্রাম

    প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে আনোয়ারা ৭ নং ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ১০:৩৯:৪০ প্রিন্ট সংস্করণ

    অরুন নাথ: বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম পি’র আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে আনোয়ারা ৭নং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২২ অক্টোবর শনিবার বিকালে বধির্ত সভা অনুষ্ঠিত হয়।




    এতে ৭নং ইউনিয়ন আওয়ামী লীগ উৎপল সেনের সভাপতিত্বে সম্পাদক জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা আওমীলীগের সদস্য নজরুল ইসলাম বকুল, শ্রমিক লীগের সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. ছৈয়দ, দক্ষিণ জেলা যুব লীগের সাবেক সদস্য মো. আব্বাস, আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্তী বাবু,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাগর মিত্র,।




    এতে প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন শিমুল দাশ, বিকাশ দত্ত, তাপস চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি এড. রানা মিত্র, সহ সভাপতি রনি বল, সাধারণ সম্পাদক মো. কায়সার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ চক্রবর্তী, পঙ্কজ দাশ,রুপন ধর, রনজিত চৌধুরী, মো. ছৈয়দ,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাহিদুল, সাবেক ছাত্র নেতা ভূপেশ সরকার, যীশু মিত্র।

    বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনগনের কাছে তোলে ধরতে হবে যার যার অবস্থান থেকে। কেইপিজেড এর মাঠে বিশাল জনসভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ এম. পি’র পক্ষে মাননীয় প্রধান মন্ত্রীকে বরণ করতে আনোয়ারা উপজেলার সাধারণ লোকজন প্রস্তুত।




    বক্তারা আরো বলেন, আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বলেন জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে হবে দক্ষিণ এশিয়ার মধ্যে বঙ্গবন্ধু টানেল বাংলাদেশে প্রথম এটা চালু হলে আনোয়ারা-কর্ণফুলী গড়ে উঠবে উপশহর।

    এসময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা সদর ৭নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, ইউনিয়ন যুব লীগের সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী।




    আরও খবর 28

    Sponsered content