প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ১২:১৯:২৬ প্রিন্ট সংস্করণ
মো: আরিফুল ইসলাম: লোহাগাড়া উপজেলার পদুয়া রেঞ্জের আওতাধীন ৪টি অবৈধ করাতকলের বিরূদ্ধে অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এ সময় জালানি কাঠ জব্দ ও করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়
এ অভিযান পরিচালনা করেন পদুয়া সহকারী বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন ও পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ।
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে পদুয়া সহকারী বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন ও পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ এর নেতৃত্বে বনবিভাগের একটি টিম লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি বাজারে ৪ টি করাতকলে অভিযান পরিচালনা কালে করাতকলে কোনো বৈধতার কাগজপত্র দাখিল করতে না পারায় করাতকল গুলো বন্ধ ঘোষনা করা হয় এবং করাতকলে মজুদকৃত অবৈধ বনজদ্রব্য জব্দ করা হয়।।
করাতকলের কোনো বৈধতার কাগজপত্র দাখিল করতে না পারায় করাতকল গুলো বন্ধ ঘোষনা করা হয় এবং করাতকলে মজুদকৃত অবৈধ বনজদ্রব্য জব্দ করা হয়।অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
অভিযানে সহযোগিতায় ছিলেন, আশরাফুল ইসলাম, বিট কর্মকর্তা ডলু বন বিট ও তার স্টাফবৃন্দ, জন্নাতুল নাঈম, বিট কর্মকর্তা টংকাবতি বিট ও তার স্টাফ এবং পদুয়া রেঞ্জের অন্যান্য স্টাফবৃন্দ।