• বিনোদন

    উরফি কী বিয়ে করেছেন?

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ১১:৩২:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: সবার কাছেই পরিচিত মুখ উরফি জাভেদ। নানা কারণে খবরের শিরোনাম হন ভারতীয় এই মডেল। কখনও খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন, কখনও আবার বিতর্কিত মন্তব্যে আলোচনার সৃষ্টি করেন। তবে এবার আলোচনায় এলেন বিয়ের খবরে।




    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উরফির বেশ কয়েকটি ছবি।

    উরফি কী বিয়ে করেছেন?




    যেখানে বিয়ের সাজে দেখা গেছে তাকে। ভাইরাল সেই ছবিতে, উরফিকে এক যুবকের সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। সামনে যজ্ঞকুণ্ড, আর তাতে আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র বলে চলেছেন। মাথায় ঘোমটা দেওয়া উরফির হাত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির হাতে। সেখানে প্রথমে ফুল, পরে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। তাতেই মনে করা হচ্ছে, ছোট্ট ওই লাল বাক্সটি আসলে উপঢৌকন, যা দিয়ে ঘরোয়াভাবেই চুপিসাড়ে বিয়ে সেরে ফেলেছেন তিনি।

    তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি এই মডেল। ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের ধারণা, হিন্দু ধর্মের কাউকেই বিয়ে করেছেন উরফি। ছবির পুরুষটিও হয়তো তার বাগদত্তা।




    0Shares

    আরও খবর 20

    Sponsered content