• মহানগর

    জলাবদ্ধতা থেকে সড়ক রক্ষা করতে হবে: মেয়র রেজাউল

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৯:০৩:২৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: সড়ক নির্মাণের ক্ষেত্রে জলাবদ্ধতা থেকে সড়ক রক্ষার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।

    সোমবার (২৫ সেপ্টেম্বর) সাত কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা সড়ক নির্মাণের কাজ পরিদর্শনকালে মেয়র বলেন এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

    মেয়র বলেন, বিটুমিনের প্রধান শত্রু পানি। পানি জমে থাকলে বিটুমিন ক্ষয় হয়ে রাস্তা নষ্ট হয়।




    এজন্য সড়ক নির্মাণের ক্ষেত্রে পানি যাতে কোনোভাবেই না জমে থাকে পরিকল্পনা ও বাস্তবায়নে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

    এরপর মেয়র কাউন্সিলর নুরুল আমিনকে সঙ্গে নিয়ে সরাইপাড়া এলাকায় চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন।




    এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর হুরে আরা বিউটি, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আনোয়ার জাহান, আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content