• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২০:১০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিনিধি: লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ৩টি স্তুপে প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

    বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধইন্যা বিল ছাফুরা খাল থেকে এ বালু উত্তোলন করা হয়।




    লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান বলেন, অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে নিয়মিত টহল জোরদার সহ সার্বিক ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়।

    জনস্বার্থে ও জনকল্যাণে পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content