প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ১:২৮:৪৫ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম শহীদ: ৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার থানচি-বান্দরবান রোডে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বান্দরবান থেকে থানচিতে আর থানচি থেকে বান্দরবানে ৩ টি বাস ছেড়ে যাবে বলে জানা গেছে।
৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে আগের নির্দিষ্ট সময় অনুসারে উভয় দিক হতে নিয়মিত বাস চলাচল করবে।
দীর্ঘ একমাস পর থানচি বান্দরবান-বান্দরবান-থানচি সড়কের বাস চলাচল স্বাভাবিক হওয়াতে যাত্রী সাধারণ মাঝে আনন্দঘন পরিবেশ লক্ষ করা যায়।
গত আগস্ট মাসে ভারী বর্ষণের কারণে থানচি সড়কের উপর পাহাড় ধ্বস আর রাস্তা ভেঙ্গে যাওয়ায় বাস চলাচল বন্ধ ছিলো। সেনাবাহিনী,ফায়ার সার্ভিস,উপজেলা প্রশাসন,স্থানীয় জনসাধারণের সার্বিক প্রচেষ্টায় সড়কে যানবাহন চলাচলে স্বাভাবিক হয়।
এই বিষয়ে থানচি বান্দরবান সড়কের বাস চালক নজরুল ইসলাম বলেন, বন্যা বৃষ্টিপাতের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। বন্ধ থাকাতে আমাদের পারিবারিক আয় রোজগার করা কঠিন হয়ে পড়েছিলো।সেনাবাহিনীর সার্বিক প্রচেষ্টায় সড়ক স্বাভাবিক হওয়াতে দীর্ঘ একমাস পর বাস চলাচল শুরু হয়েছে।
স্থানীয় যাত্রী সাংবাদিক চিংথোয়াই অং মারমা বলেন. বাস চলাচল শুরু হওয়াতে তিনগুণ বাড়া থেকে যাত্রীরা রেহাই পাবে।