• সারাদেশ

    বেনাপোল স্থলবন্দর সংলগ্ন একটি ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৪০:১০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আঃ জলিল: যশোরের বেনাপোল স্থলবন্দর সংলগ্ন একটি ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা।

    ২ সেপ্টেম্বর শনিবার বিকালে যশোর র‌্যাব ২টি বালতিসহ এ ককটেল গুলো উদ্ধার করে। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। ঘরটির মালিক বেনাপোল বন্দরের শ্রমিক সরদার বাদলের। তবে সেখান কেউ বসবাস করেন না। ককটেল উদ্ধারের ঘটনায় আবারও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।




    র‌্যাব-৬ যশোর কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল সরদারের পরিত্যক্ত ঘরে বেশ কিছু ককটেল মজুত রাখা রয়েছে। সকাল থেকে সেখানে নজর রাখা হয়। শনিবার বিকেলে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাটির নীচে পুতে রাখা ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়।




    ককটেল গুলো বালতির মধ্যে বালি দিয়ে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া ককটেল উদ্ধারের ঘরটি পরিদর্শন করে জানান, র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত ককটেল থানায় জমা দিয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা কি উদ্দেশে ককটেলগুেেলা রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।




    0Shares

    আরও খবর 4

    Sponsered content