• লাইফস্টাইল

    মশা কামড়ানোর দাগ দূর করার আয়ুর্বেদিক উপায়

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ১০:৫০:৩৮ প্রিন্ট সংস্করণ

    ডেস্ক রিপোর্ট: মশার প্রকোপ বাড়লে, তার কামড় থেকে বাঁচা কঠিন। যতই সুরক্ষা বলয়ের মধ্যে থাকুন না কেন, সুযোগ বুঝে ঠিকই শরীরে কামড় বসিয়ে দেবে মশা।

    সাধারণত মশা কামড়ানোর পর ওই জায়গা চুলকায়, লাল হয়ে ফুলে যায়। কিন্তু অনেকের আবার সেখান থেকেই সারা গায়ে ছড়িয়ে পড়ে র‌্যাশ। নখ দিয়ে চুলকানোর সময়ে গায়ে দাগও হয়ে যায় অনেকের। তবে অভিজ্ঞরা বলছেন, এই সমস্যার সমাধান রয়েছে আয়ুর্বেদে।




    ১. নিমপাতা বেটে তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন মধু। এ বার ওই দাগের ওপর লাগিয়ে রাখুন নিমপাতার মিশ্রণ।

    ২. কয়েকটি তুলসীপাতা এবং সামান্য কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিন। যেখানে যেখানে মশা কামড়ে দাগ হয়ে গেছে, সেসব জায়গায় মেখে রাখুন ওই তুলসীপাতা বাটার মিশ্রণ।

    ৩. অ্যালোভেরা জেলের সঙ্গেও কয়েক ফোঁটা মধু এবং কাঁচা হলুদ মিশিয়ে নিতে পারেন। দাগের ওপর মেখে রাখতে পারেন এই মিশ্রণ।