• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-২

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৮:৫১:২৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া সড়ক অংশের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে লোহাগাড়া থানার এসআই মোঃ শরিফুল ইসলাম, পিপিএম সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করলে ৭০,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।

    আসামী টিটু মিয়া (৪১) মাদারীপুর জেলার শিবচর পৌরসভার আব্দুর রাজ্জাকের পুত্র ও একই এলাকার মৃত মোশারফ খানের পুত্র আরজু খান(৩৫)।




    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, জেলার পুলিশ সুপারএস এম শফিউল্লাহ বিপিএম সেবার দিক নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আসাদুজ্জামান এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান এর সার্বিক তত্বাবধায়নে থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে লোহাগাড়া থানার এসআই মোঃ শরিফুল ইসলাম, পিপিএম সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ৭০,০০০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি ও ১টি মাইক্রোবাস গাড়ী আটক করে।




    তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content