• মহানগর

    ক্রেতা হিসেবে পেলো না, মোবাইল কোর্টে পেলো ডেঙ্গুর স্যালাইন

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৯:১০:০৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: রোগী সেজে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে ডেঙ্গুর ডিএনএস স্যালাইন খুঁজলেন জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী। কোনো ওষুধের দোকানে তখন স্যালাইন পাওয়া যায়নি।




    কিছুক্ষণ পর সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তখন সব দোকানেই পর্যাপ্ত পরিমাণ স্যালাইন পাওয়া যায়।

    মূলত স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে চাইছে একটি সিন্ডিকেট।বুধবার (৩০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযানের চিত্র এটি।




    এ সময় চারটি ফার্মেসি থেকে আনুমানিক প্রায় ২ লাখ টাকার অনিবন্ধিত ঔষধ জব্দ করা হয়। এ সময় সাহান মেডিকোকে ২০ হাজার, সবুজ ফার্মেসিকে ১০ হাজার, ইমন মেডিক্যাল হলকে ২০ হাজার এবং পপুলার মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাণ্ডারী হোটেল এবং আল মঞ্জুর হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।




    ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফীন এবং পাঁচলাইশ থানার সাব ইন্সপেক্টর জাকির হোসেন অভিযানে অংশ নেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content