• মহানগর

    নগরীর হালিশহরে নালায় পড়ে শিশু নিখোঁজ

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ১০:৩৫:০৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের হালিশহরের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াছিন আরাফাত নাম এক দেড় বছরের শিশু নিখোঁজ হয়েছে।

    খবর পেয়ে রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাচঁটায় পর থেকে সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।ইয়াছিন আরাফাত, একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে ।




    আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, রোববার বিকেলে ওই শিশু কেএম হাশিম টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়।

    বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এখন পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নর্দমার আবর্জনার ভেতরে তল্লাশি অব্যাহত রেখেছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content