• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতে অভিযানে জরিমানা

      প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ৯:৫৫:৪৪ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়িতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

    বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মো. সাব্বির রাহমান সানি ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।




    এ সময় বাজারের ৭ দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৫ হাজার টাকা জরিমানা প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

    একই সাথে দ্রব্যমূল্যের দাম ঠিক ব্যবসায়ীদের রাখতে সতর্ক করা হয়। অভিযানে সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশের একটি টীম।

    সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ সাব্বির রাহমান সানি বলেন কেউ আইনের উর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীকে জানান।




    আরও খবর 27

    Sponsered content