• উত্তর চট্টগ্রাম

    এবারও আওয়ামী লীগ নেতা সাদীর ব্যতিক্রমী আয়োজন

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ১০:২৭:৩৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : কয়েক বছর পূর্বে ফটিকছড়ি হাসপাতালের এম্বুলেন্স মেরামত ও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে নতুন করে আলোচনায় আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ সাদাত আনোয়ার সাদী।

    পরবর্তীতে উপজেলায় জনদুর্ভোগের শিকার হওয়া বেশ কয়েকটি সেতু-কালভার্ট মেরামত করে ব্যাপক আলোচিত হন তিনি।




    এরই ধারাবাহিকতায় ডেঙ্গুর ভয়াবহতা থেকে সুরক্ষা পেতে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি মশারী বিতরণ করেছেন এ রাজনীতিবিধ।

    এ উপলক্ষে ১৯ আগস্ট শনিবার বিকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফীন আজিমের সভাপতিত্বে এবং তরুন আওয়ামীগ নেতা হাসানুল করিম রাসেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম সুবজ, নাজিরহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম হারেছ মিয়া, শফিউল আজম, কাউন্সিলর মোহাম্মদ আলী, যুবলীগ নেতা মহিন উদ্দীন মইনু, আনোয়ার শাহসহ আরো অনেকে।




    পরে স্বাস্থ্য কর্মকর্তার হাতে মশারীগুলো তুলে দেন প্রধান অতিথি সাদাত আনোয়ার সাদী।

    এদিকে, ফটিকছড়িতে আ’ লীগ নেতা সাদীর একের পর এক ব্যতিক্রমী আয়োজন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content