• মহানগর

    চট্টগ্রামের ইপিজেডে যমুনা লাইফ ইনসিওরেন্স কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ১০:০৯:৩৪ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: চট্টগ্রাম মহানগরীর ইপিজেডের বন্দরটিলস্থ যমুনা লাইফ ইনসিওরেন্স কোঃ লিমিটেড ইপিজেড মডেল সার্ভিস সেন্টার অফিসে কর্মীদের দক্ষতা বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার ০৮ আগষ্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা লাইফের ডি এম ডি সুজিত কুমার দাস।




    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি পি ডি মোঃ মনিরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলা, ডি পি ডি, মোঃ রিয়াজ ঘরামী, জি এম মোঃ মুস্তাফিজুর রহমান, ডি জি এম মারুফা আক্তার, মোঃ রবিউল গাজী, বি এম রেহেনা আক্তার, মোঃ ইলিয়াস, মোঃ ইব্রাহীম, সানজু আকতার, মোঃ নেছার উদ্দিন, মোঃ আজিজুল, মোঃ মহিউদ্দিন।




    এছাড়া কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন ইউ এম রোকেয়া আকতার, বৃষ্টি আক্তার, সাবিরা আক্তার, মিলা আকতার, মুন্নী আকতার‌ প্রমুখ ।

    প্রধান অতিথির বক্তব্যে ডি এম ডি সুজিত বলেন, আগস্ট ক্লোজিং ও দার্জিলিং ভ্রমণের বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনা করে সময় থাকতে সঞ্চয় করার প্রতি গ্রাহকের মোটিভেশন সহ বীমা কোম্পানির সুফল পৌঁছে দিতে হবে। বিশেষ করে বৃদ্ধাশ্রম কে না বলুন যমুনার জীবন বীমায় পলিসি গ্রহণ নিরাপদ জীবন গড়ার আহ্বান জানান।




    আরও খবর 25

    Sponsered content