• মহানগর

    জলাবদ্ধ পরিবারে খাবার বিতরণ চসিক মেয়রের

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ১০:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নয় হাজার পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

    সোমবার (৭ আগস্ট) পানিবন্দি মানুষেরর হাতে মেয়রের পক্ষে খাবার পৌঁছে দিয়েছেন কাউন্সিলররা।পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকার মানুষকে সরিয়ে নিচ্ছেন নিরাপদ আশ্রয়ে।




    মেয়র বলেন, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরের অনেক এলাকায় পানি উঠে ঘরে মানুষ বন্দি হয়ে আছে জানতে পেরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।পানিবন্দি ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ মানুষকে সরিয়ে নিতে কার্যক্রম চলমান আছে।




    সোমবার দুপুরে পশ্চিম বাকলিয়ার কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম ৩০০ পরিবারে শুকনো খাবার পৌঁছে দেন। পূর্ব ষোলশহরের বাড়ইপাড়া এলাকার পানিবন্দী ২ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করছেন কাউন্সিলর এম আশরাফুল আলম। মোহরা ওয়ার্ডের ৩ হাজার জলমগ্ন মানুষের মাঝে খাবার পৌঁছে দেন কাউন্সিলর কাজী নুরুল আমিন। সরাইপাড়ার কাউন্সিলর মো. নুরুল আমিন ৩০০ পরিবারের হাতে তুলে দেন চাল, ডিমসহ রান্নার বিভিন্ন উপকরণ। দক্ষিণ আগ্রাবাদের কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী ২০০ পরিবারে শুকনো খাবার বিতরণ করেন। চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু ৫০০ পরিবারে খাবার পৌঁছে দেন। চান্দগাঁওর কাউন্সিলর মো. এসরারুল হক ১ হাজার মানুষকে শুকনো খাবার ও ৫০০ মানুষকে রান্না করা খাবার বিতরণ করেন। এর আগে শনিবার ৮ হাজার ও রোববার ৬ হাজার পানিবন্দি মানুষকে খাবার দেন তিনি।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content