• মহানগর

    সিআরবিতে পক্ষকাল ব্যাপি বৃক্ষ মেলার দ্বিতীয় দিনেও ‌বাহারী গাছের পসরা

      প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ৯:৫৩:৪৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মু:হোসেন বাবলা: চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ চট্টগ্রামে শুরু হয়েছে পক্ষ কাল ব্যাপি বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩। গত সোমবার সিআরবি শিরিষ তলায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী।




    বৃক্ষ মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে‘ গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই শ্লোগানে চট্টগ্রাম বৃক্ষমেলায় ৭০টি নার্সারী ও বৃক্ষ চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

    মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এক বছরে সামাজিক বনায়নে ২১ জন মহিলা ও ৫৪ জন পুরুষকে প্রায় এক কোটি টাকার লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলাটি আগামী ১৪ ইং আগষ্ট পর্যন্ত চলবে।




    সকলকে মেলায় আসার জন্য জেলা প্রশাসন ‌থেকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content