• মহানগর

    চট্টগ্রামে রেললাইন থেকে তরুণের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

      প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ৯:৩৯:১৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইন থেকে জনি আহমদ (২২) নামে এক তরুণের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

    রেলওয়ে পুলিশ জানায়, জনির গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকায়। তার বাবার নাম মো. সাবেদ আলী। কয়েকদিন আগে চট্টগ্রামের একটি গ্যারেজে কাজ নেন জনি।




    রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেওয়ানহাট ওভারব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলার অংশটি কেটে সম্পূর্ণভাবে দুইভাগ হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য জনির মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content