• পার্বত্য চট্টগ্রাম

    থানচি উপজেলায় অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

      প্রতিনিধি ২৫ জুলাই ২০২৩ , ১০:৩৬:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মোঃ শহিদুল ইসলাম শহীদ: ২৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থানচি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত দু:স্থ ও অসহায় ৩০ টি পরিবারের মাঝে ২ বান ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ ৬,০০০ টাকা চেক বিতরণ করা হয়।

    বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মার্মা ।




    এসময় সহকারি কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া,থানচি থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক,পিআইও সুজন মিয়াসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

    পিআইও সুজন মিয়া বলেন, সরকারের উন্নয়নের অংশ হিসাবে ৪৩জনের মধ্যে আজকে ২৯জনকে দেওয়া হয়েছে। প্রতিজনকে দুই বান টিন নগদ ৬ হাজার টাকা,টিএন্ডটি পাড়া শাহ আব্দুল হাই জামে মসজিদে তিন বান দেওয়া হয়েছে।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content