• উত্তর চট্টগ্রাম

    সীতাকুণ্ডে পাহাড়ে মিলল যুবকের মরদেহ

      প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ১০:৩৪:১৭ প্রিন্ট সংস্করণ

    সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে একটি পাহাড়ী এলাকা থেকে মো. এরশাদ (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।




    শনিবার (২২ জুলাই) বিকেলে সাড়ের তিনটার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নাম্বর ওয়ার্ডের কেএসআর এম গেইট এর বিপরীতে পাহাড়ী অঞ্চল থেকে মরদেহটি উদ্ধার করে সীতাকুণ্ড পুলিশ।

    নিহত মো. এরশাদ (৩৩) ওই এলাকার নুর বক্সের ছেলে। বিষয়টি এক পথচারী সীতাকুন্ড থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।




    সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) সজীব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি কেউ কুপিয়ে হত্যা করে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।




    আরও খবর 27

    Sponsered content