• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ১২:১৬:০৬ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ৩০ জুলাই রবিবার বিকালে দেশব্যাপী বি.এন.পি জামাতের হত্যা,ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিবিরহাটস্হ দলীয় কার্যালয়ে থেকে শুরু হয়ে বিবিরহাট বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।




    এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ সাদাত আনোয়ার সাদী, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী,উপজেলা চেয়ারম্যান এইচ, এম, আবু তৈয়ব, মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ, কে জাহেদ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ হাবিব, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান রুপু।




    মোহাম্মদ লোকমনের সঞ্চালনায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খয়রুল বশর চৌধুরী, উপজেলা আওয়ামিলীগ উপ-প্রচার প্রচার সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, নাজিরহাট পৌরসভার আওয়ামী লীগ এর সভাপতি হোসেন শহীদ জাফর আলম,সাধারণ সম্পাদক এস,এম,হারেছ মিয়া, নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী, ফটিকছড়ি পৌরসভা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন,সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, খিরাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সৌরব,কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা সেচ্চসেবকলীগের সভাপতি এ,কে আজাদ বাবুল,ভুজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোহাম্মদ জামাল, মোহাম্মদ জানে আলম মেম্বার, মোহাম্মদ হাবিবউল্লাহ কামাল মেম্বার, মহিলা লীগের নেতৃ শারমিন নুপুর, মিরাবাই দেবীসহ আওয়ামিলীগ, যুবলীগ, শ্রমিকলীগ সেচ্চেসেবকলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।




    বক্তারা বলেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়েছে বি.এন.পি জমাত আর নৈরাজ্যে করার সুযোগ পাবে না । আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার তাই আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগের সরকারকে নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।




    আরও খবর 27

    Sponsered content