• দক্ষিণ চট্টগ্রাম

    নিষেধাজ্ঞা অমান্য করে সামুদ্রিক মাছ বিক্রয়কালে জব্দ

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ১০:১৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    অরুন নাথ : চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় ১৯ জুলাই সকাল বেলা চাতরী চৌমুহনী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

    এতে নিষেধাজ্ঞা অমান্য করে বাজার জাত করায় বিভিন্ন প্রকারের ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ১শ কেজি মাছ ৫টি এতিম খানায় বিতরণ করা হয়।




    বাকি মাছ ১ লক্ষ ৯৪ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়। মাছ বহনকারী ট্রাক চালককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় ৫ হাজার টাকা করে ৪ জনকে ২০ হাজার টাকা ১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রামিদুল হক,মেরিন ফিসারীজ কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম ও অফিস সহকারী এনামুল হক, ট্রাক চালকেরা অন্যায় কাজ আর করবেনা মর্মে ক্ষমা প্রার্থনা করেন।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content