• দক্ষিণ চট্টগ্রাম

    লামায় বন বিভাগের অভিযানে গর্জন কাঠ জব্দ

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ৯:৩৯:৫০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের মিশন পাড়া নামক স্থানে সংরক্ষিত বনাঞ্চল থেকে রাতের আঁধারে ১৪ পিস গর্জন কেটে এনে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়।




    ১৮ জুলাই বিকাল ৫ ঘটিকার সময় লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল নির্দেশে ডলুছড়ি বনরেঞ্জ কর্মকর্তা মোঃ রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে কাটগুলো জব্দ করা হয়।




    ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, আজিজ নগর ইউনিয়নের মিশন পাড়া নামক এলাকার রাস্তার পাশে সংরক্ষিত বনাঞ্চল থেকে রাতের আঁধারে কেটে নিয়ে আসা ১৪ পিস গর্জন কাঠ রাখা ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ পিস গর্জন সর্বমোট পাচারের জন্য মজুদকালে গর্জন কাঠ ১৪ টুঃ=৪৮.৪৯ ঘনফুট জব্দ করা হয়। বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content