• দক্ষিণ চট্টগ্রাম

    চট্টগ্রামের দোহাজারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৯:৫৩:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর ভাবে তাদের মনোনীত প্রার্থীকে বেছে নিচ্ছে।




    নারী ও পুরুষ মিলে ৩৩৫৮৬ জন ভোটার প্রথমবারের মতো ইভিএম ভোট দিতে পেরে খুবই খুশি। ৯টি ওয়ার্ডে ৩ জন মেয়ের প্রার্থীসহ ৮৩ জন কাউন্সিলর প্রাত্তী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ আটজন আনসারসহ স্টারিং ফোর্স হিসেবে ৪ প্লাটুন বিজিবি ও ৫ ইউনিট রব্যব সদস্য মোতায়ন করা হয়েছে।




    এছাড়াও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারকি রাখছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন রিটার্নিং অফিসারগন।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content