• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ির ভুজপুরে এক হাসপাতাল-তিন ডায়াগনস্টিক সেন্টার সীলগালা: একজনের কারাদন্ড

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ১১:৩৭:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার ভুজপুরে অনুমোদন না থাকায় একটি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সীলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

    ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।




    এ সময় ভুজপুর থানা সদর ও ৪নং ভুজপুর ইউনিয়ন পরিষদ নিকট কাজীরহাট বাজারস্থ ভূজপুর জেনারেল হাসপিটালে অভিযান চালিয়ে অনুমোদন না থাকায় সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

    পরে ২নং দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের হেঁয়াকো ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক ও হেলথ ভিউ ডায়াগনস্টিকসহ তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অনুমোদন না থাকায় সীলগালা করে দেয় প্রশাসন এবং একজনকে কারাদণ্ড প্রদান করেন।




    এ সময় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরিফিন আজিমও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ফারুকী উপস্হিত ছিলেন।

    জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, টি, এম,কামরুল ইসলাম চট্টবাণীকে জানান।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content