• খেলাধুলা

    বিদায় বেলায় গণমাধ্যমের প্রতি ‘তামিম ইকবালের’ অনুরোধ

      প্রতিনিধি ৬ জুলাই ২০২৩ , ১১:২০:৫৮ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: পঞ্চপান্ডব থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম খেলোয়াড় হিসেবে বিদায় নিলেন তামিম ইকবাল। কান্নাভেজা চোখে বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলন শুরু করেছিলেন এই ওয়ানডে অধিনায়ক। কথা বলার সময় বারংবারই তার গলা ধরে আসছিল। পরক্ষণেই সামলে নিয়ে ফের কথা বলেছেন। তবে ক্রিকেটকে বিদায় বলে সংবাদ সম্মেলন ছাড়ার আগে গণমাধ্যমের কাছে একটি অনুরোধ রেখে গেছেন তামিম।




    তিনি বলছিলেন, ‘আমি একটা অনুরোধ করব, যারা সামনে ক্রিকেট খেলবে তাদের কথা আপনারা ভালো-খারাপ যাই লিখবেন; ক্রিকেটেই যেন থাকেন। সীমার বাইরে যাবেন না। ভালো খেললে ভাল লিখবেন, খারাপ খেললে সমালোচনা করবেন। আপনারা সবাই বুঝতে পারেন যা মাঝে মাঝে সীমা অতিক্রম হয়ে যায়। যারা ক্রিকেট খেলছে এখন এটা খুব গুরুত্বপূর্ণ বছর বিশ্বকাপের জন্য। আমি আশা করি আপনারা দলের সদস্যের মত থাকবেন, সমর্থন দিবেন।’




    পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘আমি আবারও বলি ক্রিকেট খেলা শুরু করেছি বাবার স্বপ্ন পূরণের জন্য। কতটা করতে পেরেছি জানি না। হয়তো আরও অনেককে ধন্যবাদ দেওয়ার ছিল, নাম ভুলে গেলে ক্ষমা চাই। আমার মা, তাকে ভুলব কি করে? আমার ভাই, স্ত্রী ও দুই সন্তান। আমার এই ভ্রমণে তারা অনেক ভুগেছে, আবার আনন্দের সময়ও ছিল। আমি তাদের ধন্যবাদ দিই। এরচেয়ে বেশি কিছু বলার নাই।’




    নিজের টপিকটি এখানেই শেষ করতে বলে সমাপনী অনুরোধ করেন তামিম, ‘আমার টপিকটা এখানেই শেষ করে দেন। এটাকে নিয়ে আর বেশি ঘাটাঘাটি কইরেন না। আমি সব সময় বলেছি দল সবসময় যেকোনো ব্যক্তির চেয়ে বড়। দুই ম্যাচ আছে এই সিরিজের, আশা করি দল জিতবে। সবাইকে ধন্যবাদ।’