• পার্বত্য চট্টগ্রাম

    ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

      প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৯:১৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা নানুপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে লাকি মনি নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    ৫ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ইউনিয়নের ঢালকাটা গ্রামের কোরবান আলী মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।




    শিশুটিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাকি মনি ঐ এলাকার জনৈক আলমগীরের মেয়ে।




    ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন বলেন আজ মেয়েটির চাচার মেহেদী অনুষ্ঠান রয়েছে। সেই সুবাদে পরিবারের সবাই ব্যস্ত। খেলতে গিয়ে হয়তো পাশের পুকুরে পড়ে যায় সে।পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content