• বিনোদন

    ‘প্রিয়তমা’ দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব খান

      প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৯:৪০:৪১ প্রিন্ট সংস্করণ

    বিনোদন ডেস্ক : দেশের শতাধিক প্রেক্ষাগৃহের পর্দায় চলছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ইতোমধ্যেই দর্শকমহলে বেশ আলোড়ন ফেলেছে সিনেমাটি।

    দেশের পাশাপাশি আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব খান। সেখানে বসেই দেখবেন এবারের ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’।




    শাকিব খান গণমাধ্যমকে বলেন, আগামী ৭ জুলাই প্রিয়তমা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই হয়তো প্রিয়তমা দেখব। তবে এবার গিয়ে আর বেশিদিন থাকব না। সপ্তাহখানেক পরই দেশে ফিরব। এরপর নতুন সিনেমা নিয়ে পরিকল্পনায় নামব।




    অ্যাকশন রোমান্স এবং দুর্দান্ত গানের সংমিশ্রনের তৈরি হয়েছে ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

    হিমেল আশরাফের পরিচালত সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।




    আরও খবর 20

    Sponsered content