• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ায় ৪ অটোরিকশা ছিনতাইকারী গ্রেফতার

      প্রতিনিধি ২ জুলাই ২০২৩ , ৯:৫৪:৩১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের নলবুনিয়া এলাকা থেকে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

    শনিবার (১ জুলাই) রাতে বান্দরবানের ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।




    গ্রেফতারকৃতরা হলেন, আবু ছালেক (২২), রিদুয়ানুল ইসলাম প্রকাশ ইমন (২২),আবদুল করিম (২৫) ও আবদুল কাদের (৪৩)।

    চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ জানান, গত ৩০ জুন রাতে সাতকানিয়া থানার ডুলু ব্রীজ এলাকা থেকে যাত্রীবেশে ওই ৪ জন গুনু মিয়াকে লোহাগাড়া থানার আউলিয়া মসজিদের সামনে যাবার কথা বলে তার অটোরিকশাটি ৫০০ টাকায় ভাড়া করে।




    রাত সাড়ে নয়টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নলবুনিয়া এলাকায় পৌঁছলে তারা গুনু মিয়ার চোখে মরিচের গুঁড়া ও মলম লাগিয়ে মারধর করে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে গুনু মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে।

    তিনি আরও জানান, অভিযোগ পেয়ে লামা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার ও অটোরিকশাটি উদ্ধার করা হয়। আসামিরা সবাই ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content