• লাইফস্টাইল

    নখের যত্নে নিতে হবে বাড়তি সতর্কতা

      প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ৯:৪৯:৪০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: পছন্দের নখগুলো ভেঙে যাচ্ছে? নখের যত্নে চাই বাড়তি সতর্কতা। নখের সুস্থতার সঙ্গে অনেকখানি নির্ভর করে আমাদের শারীরিক সুস্থতা।

    হঠাৎ যদি লক্ষ্য করেন, নখগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে।





    নখের যত্নে আপনাকে যা করতে হবে:

    • রাতে নখে ভিটামিন সমৃদ্ধ ময়েশ্চারাইজার মেখে রাখুন।
    • বেশি সময় পানিতে হাত ভিজিয়ে রাখবেন না।
    • কাপড় কাচা বা বাসন মাজার সময় গ্লাভস পরুন।





    • নখ নিয়মিত কেটে ফাইল করে নিন, নখ বেশি বড় করবেন না, ছোট রাখুন।
    • নেলপলিশের কেমিক্যালের নখের জন্য ক্ষতিকর। তাই সব সময় নখে নেলপলিশ লাগিয়ে রাখবেন না।
    • গোসলের আগে নখের আশপাশে যেকোনো তেল বা পেট্রোলিয়ম জেলি মেখে নিন।




    0Shares