• মহানগর

    এমএ হান্নানের অবদান চিরস্মরণীয়: মেয়র রেজাউল

      প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ১০:১২:১৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বাংলাদেশের মুক্তিসংগ্রামে এমএ হান্নানের অবদান চিরস্মরণীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

    সোমবার (১২ জুন) মুক্তিযুদ্ধের এই সংগঠকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় এ মন্তব্য করেন।




    মেয়র বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার বার্তা অবলম্বনে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এমএ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের অনেক আগ থেকে থেকেই দলীয় কর্মী ও সাধারণ জনতাকে দেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে প্রস্তুত করতে কাজ করেছিলেন তিনি।মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয়।




    মেয়রের সঙ্গে ছিলেন প্যানেল মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর জহর লাল হাজারী, গোলাম মো. জোবায়ের, আতাউল্লা চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত মো. বেলাল, মো. আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, নূর মোস্তফা টিনু, সংরক্ষিত নারী কাউন্সিলর নীলু নাগ ও আনজুমান আরা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।




    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মাসুম চৌধুরী।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content