• মহানগর

    সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেন ও লরির সংঘর্ষের ঘটনায় মামলা: লরি চালক পলাতক

      প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ১০:১০:৫২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মু হোসেন বাবলা: বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় তেলবাহী ওয়াগন ট্রেন ও লরির সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে নিহত লাবলুর পরিবার।

    এছাড়া দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক ইমরান কে প্রধান করে তিন সদস্যর কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।




    চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবিদুর রহমান বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

    রেলওয়ে পুলিশের এস আই আবু জাফর বলেন, ঘটনায় অজ্ঞাত লরি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। সে এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




    উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত(০৮জুন) সাড়ে ১০টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় তেলবাহী ওয়াগনের সঙ্গে রাসায়নিকবাহী লরির সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন লাভলু নামে এক যুবক নিহত হয়েছেন।

    একই দূর্ঘটনায় আরো একজন নিহত হয়েছেন বলে থানা ও চমেক হাসপাতালের মর্গে সূত্রে জানা গেছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content