• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ায় সাংবাদিকের ক্যামেরা ছিনতাই ও মারধর মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

      প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ৯:৫০:২৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জাহেদুল ইসলাম সংবাদ সংগ্রহের সময় ক্যামেরা ছিনতাই ও মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি প্রতারক, ভন্ড হাসান বৈদ্যকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১০ মে) সকাল ১১ টায় লোহাগাড়া সদরের বটতলী স্টেশনস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।




    মানববন্ধন ও সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করেন।

    লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, অর্থ সম্পাদক খোকন সুশীল, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকসী সিকদার, সাধারণ সম্পাদক দেশপ্রিয় বড়ুয়া প্রমূখ।




    বক্তারা বলেন, সাংবাদিক জাহেদের উপর হামলার ঘটনার ১০দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামী প্রতারক ও ভন্ড হাসান বৈদ্যকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেয়া হয়।




    এসময় উপস্থিত ছিলেন, সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিষ্ট মোহাম্মদ হোসেন, লোহাগাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন, ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান মাসুদ, কার্য্যনির্বাহী মনির আহমদ আজাদ, সদস্য মাস্টার সিরাজুল ইসলাম, ডা: কামাল উদ্দিন,মোঃ নুরন্নবী,দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম সবুজ, কৃষক লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী, দৈনিক খবর পত্রের স্টাফ রিপোর্টার দেলোয়ার হেসেন রশিদী, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এশিয়ান টিভি প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, লোহাগাড়া সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি এমএএইচ রাব্বী, দপ্তর সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি আব্দুল ওয়াহাব, লোহাগাড়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন খান, মুহাম্মদ সেলিম, হাজী সেলিম উদ্দিন, মো. শাহনেওয়াজ, ওসমান গণি, ডা: কালিমুল্লাহ্, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আব্বাস উদ্দিন প্রমূখ।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content