• মহানগর

    বিবেকানন্দ বিদ্যানিকেতনে মৌসুমি ফল উৎসব

      প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ১১:০৫:৪৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    অরুন নাথ: বন্দর নগরী চট্টগ্রাম এর প্রাণ কেন্দ্রে অবস্থিত বিবেকানন্দ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ২৮ মে রবিবার সকালে মজুমদার ভবন প্রাঙ্গনে উৎসব মূখর পরিবেশে মৌসুমি ফল উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়।

    এতে বিদ্যানিকেতনের অধ্যক্ষ নায়ায়ণ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক পারমিতা ভট্টাচার্য।




    বাপ্পী দাশের সঞ্চালনায় মৌসুমি ফল উৎসব এর তাৎপর্যপূর্ণ উপকার তোলে ধরেন রহিমা আক্তার, মৌসুমি চৌধুরী, অজান্তা দেব, জুলী সরকার,পাপিয়া গোস্বামী, পিয়াংকা নন্দী,দীপা ভট্টাচার্য প্রমুখ।

    রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাষ্টের আহবায়ক বাবু তাপস হোড়কে মৌসুমি ফল উৎসব ২০২৩ সম্পর্কে জানতে চাইলে বলেন নতুন প্রজম্মকে বিভিন্ন ফলের সাথে পরিচিত করার জন্য এই অনুষ্ঠান।




    যেমন আম, জাম, লিচু,আনারস,কাঠাঁল, কলা, তরমুজ,কাঁচা তাল,ড্রাগন সহ নানা রকমের ফলের সমাহার ঘটেছে ফল উৎসবে শিক্ষার্থীরা নানা রকম ফলের সাথে পরিচিত হতে পেরে খুবই আনন্দিত।

    উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফল বিতরণ করা হয়।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content