• পার্বত্য চট্টগ্রাম

    লামার আজিজ নগর ইউনিয়নে জমে উঠেছে মৌসুমি ফলের বাজার

      প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ১০:২৪:৪৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: বান্দরবান জেলাধীন লামার আজিজ নগর ইউনিয়নের গজালিয়া সড়কের ফুটপাতের বাজারজুড়ে মৌসুমি ফলের ভরপুর বাজার। আম, কাঁঠাল, জাম লিচুসহ নানা জাতের ফল পাকতে শুরু করেছে। এসব পাকা ফলের মিষ্টি গন্ধ সহজেই মন কাড়ে।




    দাম একটু বেশী হলেও ক্রেতারা মৌসুমি ফলের স্বাদ নিতে কিনছেন। এ কারণে মৌসুমি ফলের বেচাকেনাও জমে উঠেছে আজিজ নগর ইউনিয়নের গজালিয়া সড়কের মসজিদ মার্কেট ও চাম্বি মফিজ বাজার সড়কে।




    চিকিৎসকরা জানান, দেশীয় ফল পুষ্টিগুণ বিদেশি ফলের চেয়ে অনেক বেশি। মৌসুমি ফল দেহের রোগ প্রতিরোধ করতে ব্যাপক সাহায্য করে থাকে। যেমন ভিটামিন সমৃদ্ধ কাঁচা আম চোখ ভালো রাখতে সহায়তা করে থাকে, কোলন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে। দেশীয় ফল ত্বকের সৌন্দর্য বৃদ্ধিসহ দেহের খাদ্য পরিপাক ও পানির চাহিদা মেটাতে সাহায্য করে থাকে।




    প্রকৃতিতে এখন জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠকে বলা হয় মধুমাস। আম, জাম, লিচু, জামরুল, আনারস, কলা ছাড়াও এ মাসে মিলছে লটকন, পেয়ারা, বাঙ্গি ইত্যাদি। আম এবং লিচু ইতোমধ্যেই বাজারে চলে এসেছে। কাঁঠালও এসেছে। এটি আমাদের জাতীয় ফল। জাম, জামরুল, পেয়ারা, আনরসও পাওয়া যাচ্ছে। কলার ফলনও এই সময় বেশি হয়। তবে এখানেই শেষ নয়, মাসের শেষ দিকে পাওয়া যাবে কামরাঙা, ছফেদা, গাব, আমড়া ইত্যাদি।



    0Shares

    আরও খবর 29

    Sponsered content