• পার্বত্য চট্টগ্রাম

    বান্দরবানে লাশ উদ্ধার

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ৭:০৯:১৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম: জেলার রুমা উপজেলার এক দুর্গম পাড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুয়ালপি পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

    জানা গেছে, লাশের পাশে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি ইউনিফর্ম পাওয়া গেছে।




    পুলিশ ধারণা করছে যে উদ্ধার হওয়া লাশটি কেএনএফের সদস্য হতে পারে।

    রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার মুয়ালপি পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেএনএফের সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের গুলি বিনিময় হয়। পরে ওই পাড়ায় একটি কবরের সন্ধান পেয়ে সেখানে বৃহ্স্পতিবার সকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর লোকজন যায়।




    মাটি খুঁড়ে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়,তবে লাশটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content